Bangla choto golpo
আমার আব্বা
একবারের কথা, আব্বার আঙুল ধরে মেলায় গেছি। ঘুরতে ঘুরতে এক দোকানে একটা খেলনা গাড়ি আমার পছন্দ হয়ে যায়। আব্বার পকেটে তখন গাড়িটা কিনে দেবার মতো টাকা ছিলো না। কিন্ত গাড়িটা আমি নেবোই। নিয়ে দিচ্ছে না দেখে আমি মাটিতে শুয়ে কান্না জুড়ে দিয়েছি। আমার কান্না দেখে দোকানদার গাড়িটা দিয়ে পরে টাকা দিয়ে যেতে বলেন।
সেই গাড়ি বাড়িতে নিয়ে এসেও দ্বিতীয় দিনের মাথায় গাড়ি খুলে উদঘাটন করার চেষ্টা করেছি ভিতরে কি আছে। মাঝখান থেকে গাড়িটা ভেঙেছি আর কি।
আব্বা হেসেছেন এক গাল।
আব্বারা এমনি হন। আমার আব্বা আমাদের ছেড়ে দু দিন বাইরে থাকবেন এটা আমি কল্পনাও করতে পারি না। কিন্ত এমন অনেক আছে, যাদের আব্বা বাইরে থাকেন। ছমাস পর মানুষ টা যখন বাড়ি ফেরেন তখন পরিবারটির জন্যে কি পরিমান খুশি নিয়ে যে ফেরেন তা স্বচক্ষে দেখার মাঝেও তৃপ্তি আছে।
আবার ছুটি ফুরুলেই স্ত্রী সন্তান ছেড়ে পাড়ি জমান জীবিকার জন্যে। কি কষ্ট! কেবল ঈদ আসলেই এমন দৃশ্যের অবতারণা হয় অসংখ্য। হজারো স্ত্রী সন্তান এভাবেই বাচে।কেউ ফিরে আসবে এই আশায়....
এই বাস্তবতার অপর নাম জীবন। এটার সাথে জীবনের পথে আসা যাওয়ারও বোধহয় একটা মিল আছে.....
(পানু মিয়া কে নিয়ে আমার লেখা চলবে ইনশাল্লাহ । ব্লগের সাথে যুক্ত থাকুন। নিয়মিত আপডেট থাকছে। পানু মিয়ার পরের গল্প আসছে খুব শীঘ্রই)
Post a Comment