Header Ads

তিতা মিঠা কথা

প্রতিনিয়ত নতুন নতুন সব চমকপ্রদ কথা থাকছে এই পেজে।। শুধু আপনাদের জন্য। ব্লগের সাথে যুক্ত থাকুন। এই পেজের সমস্ত লেখা নিছক বিনোদন। কাউকে ছোট করা বা হেয় করা লেখার উদ্দেশ্য নয়। মন্তব্য করুন। 







1. গত সাত আট বছরে চাল, আলু, গরুর মাংস, আর গোল্ডলিফ সিগারেটের দাম দ্বিগুণ এরও বেশি হয়েছে। কিন্ত স্টুডেন্ট মেসের মিল চার্জ পনেরো থেকে বেড়ে বিশ হয়েছে 😉
আর সরকার বিধবা ভাতা আরো কি কি যেনো ভাতা দেয়! ভাগ্যিস ব্রয়লার মুরগি আর ডার্বি সিগারেট আবিষ্কার হয়েছিল


2. ইংরেজি পেশেন্ট (patient) শব্দের অর্থ হলো 'রোগী'। আর রোগীদের ধৈর্যের পরিচয় দিতে হয় বলে পেশেন্ট এর আর এক অর্থ 'ধৈর্য'। তাই বলে ধৈর্যশীল গন কিন্ত রোগী নয়। যুগে যুগে অপরিসীম ধৈর্য্যের পরিচয় যারা দিয়েছেন তারা মহামানব শ্রেনীর। তারাও আপনার আমার মতোই মানুষ। শুধু বিজ্ঞানী মানুষ গুলো নিজেদের নাম পালটিয়ে হোমো সেপিয়েন্স রেখেছেন।





3. বাইজীবাড়ির ঐতিহ্য টিকে থাকার দরকার

ছিলো। একজন মানুষের মন খারাপ হলে
বাইজিবাড়ি গিয়েও যদি মন ভালো হয় তবে সেটা
খারাপ কি! ভালো থাকবো বলেই তো এতো
কিছু।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান তো মন ভালো
করার কোনোওষুধ বের করতে পারেনি


4. সমুদ্র পর্যটকদের জন্য অপার সৌন্দর্য। সমুদ্রপাড়ে বাস করা মানুষ গুলোর জন্য নয়।
পাহাড় ভ্রমনে বিমোহিত হই। কিন্ত যারা পাহাড়ে বাস করেন তাদের জন্য পাহাড় সব সময় সুখকর নয়।
মোরাল অব দ্যা স্টোরি- কারো পাশে অতি রুপবতী বউ বা প্রেমিকা দেখে উসখুশ করবেন না। বাড়ি যান আর শুকরিয়া করেন। এমন হতে পারে আপনি পাহাড় বা সমুদ্র দেখছেন

5. ইজ্জতের আবরন কমতে কমতে শেষমেশ নারীর নিপলে এসে আটকে আছে। ( বাই টেকনোলজি টার্মস এন্ড কন্ডিশন )। 
এইতো কিছুদিন আগেও যে ছেলেটা বিয়ের কথা শুনলে লজ্জায় মুখ লাল হয়ে যেতো। সেই ছেলেটাই প্রেমিকাকে বাড়িতে এনে আট মিনিট সতেরো সেকেন্ডের প্রামান্য চিত্র তৈরি করে। দরজার ওপাশে মা ডাকছে...!
বেশ্যারা এখন পতিতালয়ে থাকে না। ভদ্র মানুষ গুলো তাদেরকে নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠিত করছে। হোয়াট পর্ন সাইট ত্রানা হালুম!
পৃথিবী বদলে যাচ্ছে। আমরা আধুনিক হচ্ছি। আমরা সভ্য হচ্ছি।


 😁

No comments