Header Ads

bangla choto golpo

দ্বিতীয় অংশ 

মন্টিকে সেই আগের মতোই লাগে অজয়ের। তার ভেতর তেমন পরিবর্তন চোখেই পড়ে না। যেমন চঞ্চলা ছিল তেমনি। সারাক্ষণ দুষ্টুমি করে। খিলখিল করে হাসে মেয়েটা। চেহারায় পরিবর্তন হয়তো এসেছে। সে তো আর কুমারী নয়। মন্টির কাছে শুনেছে অজয়, সে মোটা হয়ে গেছে অনেক। তার স্বামী মানুষ ভালো সে কথাও বলেছে মন্টি। শুধু শাশুড়ির সাথে বনিবনা হয় না। দিন রাত এটা সেটা লেগেই থাকে।
-
এরকম দজ্জাল শাশুড়ি যেনো কোনো মেয়ের কপালে না জোটে। অভিযোগ করে মন্টি। ফুপিয়ে কেদে ওঠে মেয়েটা। সত্যি মানুষ এমন হয! বাড়ির ড্রাইভারের সাথে অপবাদ রটায় নিজের ছেলের বউয়ের নামে! তেজী রক্ত গুলো টগবগ করে ওঠে অজয়ের। সে মন্টিকে চেনে। এমন মেয়ে সে নয়। যেবার প্রথম হাতে হাত রেখেছিল। ভয়ে থরথর করে কেপে উঠেছিল মন্টি। অজয়ের স্পষ্ট মনে আছে। সে মন্টিকে সান্ত্বনা দেয়। ভরসা দেয়।
-
নিখিলের কথা আগেও মন্টির কাছে শুনেছে অজয়। বড় ভালো ছেলে। গাড়ি চালানোর পাশাপাশি এটা সেটা করে দেয় মন্টির। সেদিন মন্টির জামাই কি একটা কাজে শিলিগুড়ি গেছে। প্রায় প্রায় কাজে বাইরে যেতে হয় তাকে। মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই নিখিলি ই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ঠাকুরপো কে কত করে বলেছিল মন্টি কিছুতেই শোনে নি। মন্টি বলেছে অজয় কে, এইবার লক্ষী পূজোয় মানত রেখেছে সে।
-
বেজায় শীত পড়েছে। কুয়াশার বান ডেকেছে। দশটা বেজে গেছে সূর্যি উঠার নাম নেই। দশ হাত সামনে দেখা দায় হয়ে পড়েছে। এর মাঝে অজয়ের ইন্টারভিউ। ঘুম থেকে উঠে মন্টিকে একবার ফোনে চেষ্টা করে পায়নি।
কোলকাতা শহর ঝিমিয়ে পড়েছে। কোন ট্যাক্সি, রিকশা না পেয়ে সামনে এগুতে থাকে অজয়। একটু এগুলেই একটা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় অজয়। জানালার কাচ পরিষ্কার করে ড্রাইভার কে ডাকতে যাবে এর মাঝেই একটা মুখ চিনে ফেলে সে। খুব চেনা মুখ তবু যেনো অচেনাই লাগলো তার কাছে। অজয় বুঝতে বাকি রইলো না, তাকে জড়িয়ে ছেলেটা নিখিল। বড় ভালো ছেলে।
-
গন্তব্য ভুলে হাটতেই থাকে অজয়। কুয়াশার চাদর ভেদ করে আকাশের দিকে তাকানোর চেষ্টা করে। যেখানে ঈশ্বর থাকেন। এক সময় তার মনে হলো, সে মেঘের ভেতর হাটছে। তার আশেপাশেই কোথাও ঈশ্বর আছেন। দেখা হলে মাফ চেয়ে নেবে সে

No comments