Header Ads

Bangla choto golppo




স্বর্গের দুয়ার  (দ্বিত্বীয় অংশ) 



বিদ্যুত দম্পতির ফুটফুটে পরীর মতো মেয়ে হয়েছে। প্রথম সন্তান মেয়ে হওয়া ভাগ্যের ব্যাপার। বেহেস্ত যাবার রাস্তা ক্লিয়ার। মেয়ে বড় হতে থাকে। মেয়ের বয়স যখন পাচ। তখন দ্বিতীয় আনন্দে ভাসে বিদ্যুত। বংশের বাতিও জ্বলে যায় তার ঘরে। মাস যায় বছর যায়। ছেলে মেয়ে রা বড় হতে থাকে।

দ্বিতীয় সন্তানের বেলায় বউ খুব অসুস্থ হয়ে পড়ে। শেষ সম্বল রিকশাটাও বেচে দেয় বিদ্যুত। মানুষের বাড়িতে কামলা খাটে সে। সারাদিন খেটে খুটে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। ওদের ভবিষ্যৎ যেনো তার মতো না হয়। এই ভেবে দিন রাত খেটে যায় বিদ্যুৎ।

যে সুখের আশায় সে দিন রাত খেটে মরে। সেই সুখ নেই তার মনে। বউয়ের সাথে সর্ম্পক ভালো যাচ্ছে না। সে জানার চেষ্টা করেছে অনেক। কিন্ত লাভ হয়নি। বউ চুপ করে থেকেছে। সমস্যাটা আসলে কোথায় ধরতে পারে না! রাগের মাথায় চড় বসিয়ে দেয় বউয়ের গালে।

এক রাতের কথা। বিদ্যুত জেগে দেখে পাশে বউ নেই। আলো জ্বালে। বউ বাইরে ফোনে কার সাথে যেনো কথা বলছে। বাড়িতে একটাই ফোন। নিজের কাছে ফোন রাখার প্রয়োজন পড়ে না বিদ্যুতের। বউ গান শোনে, সময় কাটে। বাপের বাড়িতে ফোন করে। কিন্ত এতো রাতে!

পরদিন কাজ শেষে বাড়িতে এসে দেখে বউ বাড়িতে নেই। জানতে পারে বাপের বাড়ি গেছে। একদিন, দুদিন, তিনদিন যায় বউ আসে না। শশুর বাড়িতে খোজ নেয়। সেখানেও নেই। লোক মুখে শোনে তার বউ অন্যের সাথে পালিয়েছে। মানুষ হাসি তামাশা করে। সে হেসে উড়িয়ে দেয়। বিশ্বাস হয় না তার।

বিদ্যুৎ খুব চুপচাপ থাকে। মানুষের কথায় তার কষ্ট হয়। তবু চুপ করে থাকে। বাচ্চা ছেলে মেয়ে দুটিকে ভুলিয়ে ভালিয়ে রাখে। অবুঝ বাচ্চারা বুঝতে চায় না। তারা মা চায়। বুক ফেটে কান্না আসে বিদ্যুতের। তবু কাউকে কিছু বুঝতে দেয়না। সমিতি থেকে লোন নিয়ে নতুন ভ্যান কেনে সে।

সেদিন পড়ন্ত বিকেলে আকাশ খারাপ করে আসলে। ভ্যান নিয়ে বাড়ির দিকে ছুটে বিদ্যুৎ। বাড়িতে ছোট বাচ্চা।মাঝ রাস্তায় বৃষ্টিতে পড়ে সে। মেইন রাস্তা থেকে বাড়ির দিকের রাস্তার মোড়ে একটি মেয়েকে দেখতে পায়। মাথায় কাপড় দিয়ে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। কাছে আসতেই সে বুঝতে পারে মেয়েটি তার স্ত্রী। ভ্যান থামিয়ে অপেক্ষা করে বিদ্যুৎ। মেয়েটি নিঃশব্দে এসে ভ্যানে বসে। পুরো রাস্তায় তাদের ভিতর কোন কথা হয় না......
বাচ্চা গুলো মা পেয়ে খুব খুশি। বাচ্চাদের খুশি দেখে আনন্দে বিদ্যুতের চোখে পানি চলে আসে।

No comments