Header Ads

Bangla choto golpo






পানু মিয়া



তার নাম কেনো পানু হয়েছিল সে ইতিহাস অজানা জন্মের পর তার বাবা তাকে পানু ডাকা শুরু করেবয়স বাড়ার সাথে তার পানু নামটা চাপা পড়ে যায় এই নিয়ে পানুর মনে হাল্কা দুঃখ আছে পানু; কেমন অদ্ভুত নাম! তবু এই নামটা তার খুব পছন্দের । ফরমানুদ্দিন নামটা তার ভালো লাগে না কেমন বয়স্ক মানুষের মতো নাম আর সে পচিঁশ বছরের টগবগে যুবক স্বাস্থ্যটা শরীরের সাথে একেবারে মানিয়ে যাওয়া পাঞ্জাবিতে তাকে গল্প উপন্যাসের নায়েকর মতো লাগেচেহারায় যতটা সাদাসিধে, চরিত্রে ততটাই বৈচিত্র্যময় ছেলে পানু 
মেয়েটির সাথে তার এই নিয়ে তৃতীয় দেখা এবং এটাই বিশেষ দেখা সেদিন সকাল থেকেই বৃষ্টি, তুমুল বৃষ্টি এই নিয়ে তার মোটেও দুশ্চিন্তা নেই সে কবিতা খুব ভালোবাসে কয়েকটি কবিতা সে লিখে ফেলেছে তাকে শোনাবে বলে মেয়েটির সাথে তার পরিচয় এই কবিতার সূত্র ধরেইমেয়েটি লাব্রেরীতে এসেছিল বই কিনতেকিন্তু কিছুতেই ঠিক করতে পারছিলো না কোন বইটি সে কিনবে 
সেবার পানুর প্রথম কবিতার বই বেরিয়েছে বিক্রি খারাপ দেখে বই মেলার পর, পানু নিজেই হেটে হেটে বই বিক্রি করতে নেমে যায় নীলক্ষেতের একটি লাইব্রেরীর সামনে মেয়েটিকে দাড়িয়ে থাকতে দেখে তার মায়া হয় সে এগিয়ে গিয়ে মেয়েটির হাতে বইটি ধরিয়ে দিয়ে বলে়, ভালো লাগলে বইয়ের ভিতরে লেখা ঠিকানায় টাকা পাঠাতে 

টাকা আসেনি, মেয়েটি নিজেই হাজির হয় পানুর ঠিকানায় 
-
আমার ধারণা কবিতাগুলো আপনার লেখা নয় আপনি কোন বড় কবির কবিতা চুরি করেছেন 
পানু হেসে উত্তর দেয়, জ্বী আপনি ঠিকই বলেছেন"
এই নিয়ে কথা এগুতে থাকেপ্রেমের গোড়াপত্তন সেখানেই 
ঠিক ১১টায় উপস্থিত হয়ে গাছের নিচে দাড়িয়ে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে থাকে পানু মেয়েটির আসতে দেরি হচ্ছে দেখে তার প্রচন্ড অভিমান হয় বৃষ্টিতে একটি মেয়ের আসতে দেরি হতেই পারে আবার না আসাটাও স্বাভাবিককিন্তু তাকে কে বোঝাবে প্রচন্ড অভিমানী ছেলে পানুকয়েক ঘন্টা কেটে যায়পানুর হাতে কবিতার পৃষ্ঠায় লেখাগুলো অস্পষ্ট হতে থাকে একসময় সে চিৎকার করে কবিতা আবৃত্তি শুরু করে 
'
আমি বহুমাইল দূরে আছি, নিয়ন্ত্রণের বাহির থেকে বলছি, তুমি নিজেকে আগলে রেখো..'

এই বৃষ্টিতেও কৌতুহলী শ্রোতা জমে যায় যাদের বেশিরভাগের আগ্রহ কবিতা নয়, পাগল দেখা জটলা থেকে খানিক দূরে একটি মেয়ে ভেজা চুল গুলো লেপ্টে আছেচোখের কাজল ধুয়ে শৈল্পিক ছাপ একেছে তার মুখে তার হাতে কদমফুল, সেও দাড়িয়ে কবিতা শুনছে মেয়েটির নাম নাঈমা....
(
এই পানু ছেলেটার উপর নজর রাখুনছেলেটিকে নিয়ে অনেক অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে )

No comments