Header Ads

Bangla choto golpo





আছরের ওয়াক্তের পর থেকে সম্রাট আকবের

স্ত্রী মারিয়ামের প্রসব বেদনা উঠেছে। আকবর
দম্পতি প্রথম সন্তানের পিতামাতা হতে যাচ্ছে।
মারিয়ামের ব্যথা ক্রমেই বাড়ছে কিন্ত ফলাফল
আটকে আছে।
বাড়িতে কয়েকজন প্রবীণ মহিলা সব দেখা
শোনা করছেন। তারা বলে দিয়েছে,
- আকবর তোর বউ এর ডেলিভারি বাড়িতেই
হবে। তুই আল্লাহ কে ডাক।
সম্রাট আকবরের এমন অবস্থা নেই যে বউ কে
হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি করাবে। সে শুধু
নামেই সম্রাট আকবর। নুরুলহুদা স্কুলের দপ্তরি
শমশের উদ্দিন পুত্রের মুখের দিকে তাকিয়ে
বলেছিলেন, পরম করুণাময় আমার ঘরে রাজপুত্র
পাঠিয়েছেন। তার নাম আকবর, সম্রাট আকবর।

আকবরের বিয়ে টাও একটা অদ্ভুত ঘটনা। বাবা
শমশের উদ্দিন বড় কাতল মাছ কিনে বাড়ি ফিরে
ঘোষণা দিলেন আকবরের মারিয়াম পাওয়া গেছে।
সেই রাতেই বিয়ে। শুরু হলো রাজ পরিবারের
যাত্রা।
প্রথম সন্তান আসছে, এটা বোঝার পর থেকে
স্বামী স্ত্রী মিলে সন্তানের নাম ঠিক করা
নিয়ে কথা। আকবরের খুব ইচ্ছা নবীজির
পরিবারের কারো নামের সাথে মিলিয়ে ছেলে
মেয়ের নাম রাখার। মারিয়াম দ্বিমত করেনি।
হতে হতে মাত্র কয়েকদিন আগেই তারা
সিদ্ধান্তে উপনীত হয়েছে, ছেলে হলে
আবদুল্লাহ আর মেয়ে হলে আমিনা।

মারিয়ামের শরীর অবসন্ন হয়ে পড়েছে। একবার
ঘরে ঢুকে রক্ত দেখে আকবর প্রায় জ্ঞান হারিয়ে
ফেলার মতো অবস্থা। মাগরিবের দিকে মারিয়াম
কে শহরের হাসপাতালে ভর্তি করানো হলো।
আকবর রোগীর ঘরের দরজায় জায়নামাজ বিছিয়ে
নফল নামাজ পড়া শুরু করলেন। মিনেট বিশেক
পরে খবর এলে, সম্রাট আকবর ছুটে গিয়ে মৃত
আবদুল্লাহ কে কোলে তুলে নিলেন।
পরোক্ষনেই নামিয়ে রেখে, কেবলা মুখে দাঁড়িয়ে
আযান দেয়া শুরু করলেন।

(ব্লগ  পড়ে  আপনার মতামত্ নিচের কমেন্ট বক্সে জানান। আর মানুষ মাত্রই ভুল। ভুল ধরিয়ে  দেবেন। খুবি খুশি হবো। আমি আমার লেখার মাধ্যমে আপনাদের আনন্দ দেয়ার চেষ্টা করছি মাত্র। )

No comments