Bangla choto golpo
স্বর্গের দুয়ার
বিদ্যুৎ ছেলেটি এখন রিকশা চালায়।
সংসারের উপার্জনক্ষম ছেলে। নিম্নবিত্তদের ধারনা, ছেলেপুলেদের হাতে বাড়তি টাকা পয়সা আসলে তারা বিগড়ে যায়। বিগড়ে যাবার আগেই বিদ্যুৎ কে বিবাহ নামক বন্ধনে বেধে ফেলা হয়। বাড়তি কিছু টাকারও জোগান হয় সংসারে।
ঘর আলো করে বউ আসে। গ্রাম শুদ্ধো লোক ছুটে আসে বউ দেখতে। এতো সুন্দরী বউ দশ গ্রাম খুজলেও পাওয়া যাবে না। আনন্দে চোখ ছলছল করে ওঠে বিদ্যুতের। সে এক দৌড়ে ছুটে যায় রেল লাইনে। একা একা বসে কাদে বিদ্যুৎ। দূরে ট্রেনের হুইসেল শুনেই সাবধান হয় সে। অথচ আগে কাছাকাছি ট্রেন না আসলে লাইন থেকে উঠতোই না। সত্যি সত্যি সংসারে মন বসে তার।।
স্বপ্ন বুনে জীবনের পথে হাত ধরে এগিয়ে চলে বিদ্যুৎ দম্পতি। ছোট্ট একটা নকশা আকে দুজন। প্রযুক্তির যুগে পেটে বাচ্চা আসার আগেই এখন মেয়েরা জেনে বসে থাকে। আকস্মিক খবর টা যেনো প্রান নাশের শংকা! অথচ মায়ের পেটে বাচ্চা আসার আকস্মিক আনন্দঘন ব্যাপারটা বিলুপ্তপ্রায় হয়ে এখনো নিম্নবিত্তের ঘরে টিকে আছে শুধু অভাবের তাড়নায়।
নকশায় নতুন দাগ কেটে যায়। টাকা জমানো শুরু করে বিদ্যুত। তার আনন্দ ধরেই না।
এক দুপুরে হঠাৎ একটা কল আসে বিদ্যুতের বউয়ের ফোনে। লটারীতে ত্রিশ লাখ টাকা জিতেছে সে। কাউকে না জানিয়ে দশ হাজার টাকা পাঠিয়ে প্রতারিত হয় সে। টাকার ব্যাপারটাই আলাদা!
সামলে নেয় বিদ্যুত। বউকে অসম্ভব ভালোবাসে ছেলেটা। শত অপরাধের পরও স্বাভাবিক নিয়মে চলে তাদের সংসার। কিছুদিন পরেই নতুন অতিথি আসবে ঘরে। সঞ্চয়ের পুরোটা গচ্চা গেছে। চিন্তায় চিন্তায় দিন কাটে বিদ্যুতের।
অনেক রাত। কিন্ত কত রাত বিদ্যুত জানে না। রাস্তায় জন মানব নেই। বউকে রিকশায় নিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকে। প্রসব বেদনা প্রবল। জোছনা উঠেছে সেরকম। পেছন ফিরে বউয়ের দিকে তাকায় সে। ঘেমে গেছে মেয়েটি। চাঁদের আলো পড়েছে ওর মুখে। ঘামের ফোটা গুলো মুক্ত দানার মতো জ্বলছে। বিদ্যুত প্রায় চিৎকার বলে উঠে....'আল্লাহ আপনি আমার বউকে বাচিয়ে রাখেন'
Post a Comment